মনটা বিক্ষিপ্ত। জানালা গলে বৃষ্টিভেজা যে বাতাসটুকু আসছে,তা মনটাকে আরো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে! আজ পড়তে ইচ্ছে করতেছে না মোটেও। অন্ধকারের বুক চিরে হাঁটবো আমি আজ। পৃথিবী, আজ তুমি তোমার বুকে বেড়ে ওঠা কিছু সংকীর্ণমনাদের চোখ থেকে আমাকে বাঁচাও। আমি হাঁটবো.. এলোচুলে খালি পায়ে নুপুর জড়িয়ে.. আমি আজ মাটির গন্ধ নেবো। আজ আঁধারে সৌন্দর্য দেখবো.. বাতাসের সাথে হবে আজ আমার চুলের কথোপকথন.. ঝিঁঝিঁ পোকাকে আজ আমার নুপুরের ছ্বন্দ শোনাবো! রাতের আকাশটাকে চুপিচুপি গান শোনাবো, 'ভালোবাসি.. ভালোবাসি...' আজ আমি হাঁটবো.. আজ আমি আমার আমিকে চিনবো.. ..
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।