আমাদের কথা খুঁজে নিন

   

অবচেতন

রাত আমার পার হয়ে গেল সময় হলনা সময় আঁটকে থাকে অতিত স্মৃতির সাথে সময় আমার গেলনা ধরতে যাই পরিচয় হীন কন্ঠ বার বার যে ডাকে কাছে গিয়েও ধরতে পারিনা ডেকেছে আগেও আমাকে শুধু বলে যায় ভালো আছিস কিনা সময় আমার গেলনা... চাদর দেয়া গায়ে আবার দেয় চাদর মুড়িয়ে সে চাদর বানানো ভালোবাসার সূতি দিয়ে স্নেহের সুরমা মাখা চোখে থাকে আমার মুখে চেয়ে কিছুই বলেনা শুধু বলে যায় ভালো আছিস কিনা... কেন জানি তাঁর আদরের গন্ধ আমার নাকে আসে কেন জানি তাঁর লেগে থাকা চোখের পানিতে আমার বুক ভাসে ঐ তো চলে যায় সে আমারে ছেড়ে চিৎকার কোরে বলি পেছন থেকে মা মাগো তুমি ভালো আছো কিনা আমায় ছেড়ে যেওনা...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।