আমাদের কথা খুঁজে নিন

   

অবচেতন মন এর ক্ষমতা কতটুকু ?

আমি উন্মাদ, আমি উন্মাদ !! আমি চিনেছি আমারে, আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ

প্রভাতের শুরুতেই একটা ভজঘট দানা বাঁধিয়া উঠিল। আজ রানার পদার্থ বিজ্ঞান খাতা পাইয়াই মনে দখিনা বাতাস দোলা দিল। সে তাহাতে আবার ও এক খানা ০ পাইয়া ধন্য বোধ করিয়া শিক্ষক বাহির হইবা মাত্র ই চিতকার দিয়া লাফাইয়া সামনের দিকে ঝুঁকিয়া এক পা উপরে তুলিয়া চকিতে পদ যুগলের মাঝ দিয়া হাত চালান করিয়া পরীক্ষার খাতা টিকে নিমিষেই কক্ষের কোনে রক্ষিত ময়লা ফেলিবার ঝুরিতে ফেলিয়া দিল। ঘটনার আকস্মিকতায় আতেল বলিয়া পরিচিত একটি বালক মূর্ছা গেল। গল্পটা এইটুকুই।

এইবার আসল কথা। আমরা বরং পুরো ঘটনাটা একটু অন্য ভাবে দেখি। রানা একটা বস্তু নিক্ষেপ করলো এবং তা যথা স্থানে পৌঁছে গেল। ব্যাপার টা অতি সাধারণ। কিন্তু ঘটনাটা অসাধারণ।

কারণ--- y= (tanA)*x-g*x*x/(2*(ucosA)*(ucosA)) y= নিক্ষিপ্ত বস্তুর আতিক্রান্ত উচ্চতা x= নিক্ষিপ্ত বস্তুর আতিক্রান্ত দূরত্ব A= নিক্ষেপণ কোণ u= নিক্ষেপণ বেগ g= অভিকরষজ ত্বরণ = ৯.৮ মিটার/ সেকেন্ড*সেকেন্ড মানুষের জন্য বিধাতার সবচেয়ে বড় উপহার হ্ল তার মস্তিষ্ক। যা এমন সব কাজ করে যা সে নিজেও বুঝতে পারে না। আমরা অনেকেই হয়তো জানিনা যে আমরা ত্রিমাত্রিক বস্তু দেখতে পারি। কারণ মানষের চোখ ত্রিমাত্রিক বস্তুর দ্বিমাত্রিক বিম্ব তৈরি করে যা মস্তিষ্কে আবার ত্রিমাত্রিক বস্তুর নির্দেশনা দেয়। তাই শুধু মাত্র চোখ দিয়ে দেখেই দূরত্ব আর উচ্চতা সম্পর্কে ধারণা পাওয়া যায়।

কিন্তু আমাদের অবচেতন মন আমাদের বুঝতে না দিয়েই একেবারে সঠিক ভাবে এই পরিমাপ এর কাজ টি করে। এর পর আমাদের মস্তিষ্ক উপরের সমীকরণ টি ব্যাবহার করে বেগ আর কোণ এর একটি তালিকা তৈরি করে। এর থেকে উপযুক্ত একটি বেগ ও কোণ বেছে নিয়ে তা দেহ কে নির্দেশ দেয় এবং মানুষ দেহের বিভিন্ন অঙ্গের মাধ্যমে নির্দেশ পালন করে। পুরো ঘটণা টা ঘটে .১ সেকেন্ড এর চেয়েও অনেক কম সময়ে। এবং আমাদের ধারণার ও বাইরে আমাদের কিছুই বুঝতে না দিলে।

তার চেয়েও অসাধারণ বিষয় হ্ল - '৯.৮' এই ধুবক টির তথ্য আমাদের মস্তিষ্ক আমাদের জন্মের আগেই DNAতে সংরক্ষণ করে রাখে। আসলে আমাদের অবচেতন মন অনেক ক্ষমতার অধিকারী । অথচ আমরা তা বুঝতেও পারি না। আমার এই ব্লগ টি জ্ঞ্যান দান এর উদ্দেশ্যে লেখা হয় নি। আমি শুধু মাত্র মানুষের অবচেতন মনের একটা ক্ষমতার কথা লিখলাম।

কারণ আমার পরবর্তী কোন এক ব্লগে সাম্প্রতিক কালের একটি চলচ্চিত্রের উপর লেখা হবে যার বিষয় হ্ল অবচেতন মন। অপেক্ষায় থাকুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।