Live Long Happy Strong Stay Young
প্রত্যেক যুক্তিবাদী চিন্তার ঠিক নিচেই সম্ভবত ছড়িয়ে আছে অযৌক্তিক কিছু ব্যক্তিগত মতবাদ আর ধারনা। অদ্ভূত সহজাত চিন্তাশক্তির আর আবেগের বৈচিত্র; বিশ্বাস আর আকাঙ্ক্ষা- এর সবটাই সেই মানুষের জীবনের আনন্দ আর নিরানন্দের আলোর ধারায় স্নাত। এই দৈত্যটা বেশীরভাগ ক্ষেত্রেই ঘূমন্ত অবস্থায় থাকে বা কদাচিত তাকে মনের যুক্তিবাদী ধারনাকে আচমকা প্রভাবিত করতে দেখা যায়। কিন্তু একবার কোন অবস্থা বা ঘটনাকে ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ন হতে দিন, আসল মানুষটিকে একবার স্পর্শ করতে দিন- তাহলে অবাক হয়ে দেখবেন ভিতরের শক্তি কিভাবে সঙ্গে সঙ্গে সাড়া দিতে চায় .......
'এর মধ্য থেকেই আসে গঠনমূলক, সৃষ্টিমূলক আর কতৃত্ত্ব ব্যঞ্জনার ভাবধারা। সেই মানুষকেই প্রতিভাবান বলতে পারা যায় যিনি খুব সহজেই অবচেতনায় অবগাহন করে এর মধ্যে কি সম্পদ আছে তা খূঁজে পান- যার অন্তর কোন ভাবেই দলিত বা দমিত হয়ে মূল্যহীন বা বিকৃত হতে চায় না।'
(ডেভিড সিবেরি- 'আনমাক্সিং দ্যা মাইন্ড')
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।