আমাদের কথা খুঁজে নিন

   

অবচেতন ভুল

জানি না কখন তুমি আঁকড়ে ধরেছিলে ভাঙ্গা বেড়াটা উঠোনের কোণে, বুঝিনি কখন দৃঢ় হলে সূর্যালোক ছোঁবে বলে | রাখি নি খবর তোমার করিনি একটু ও পরিচর্যা, ব্যস্ত থেকেছি নিজের মাঝেই চির সত্য কে ফেলে মিথ্যে প্রয়োজনীয় সব কাজে, বেড়ে উঠছো তুমি একাই দৃঢ় থেকে দৃঢ় রূপে নিভৃতে অরহ্মিত মনের উঠোনে তখন, পরিনত হয়েছো ততদিনে দহ্ম সমরনায়কে দখলে নিয়েছো ওটা সুকৌশলে | টের পাই নি কেউ যে তোমার উপস্থিতি, আড়ালে ছড়িয়েছো শাখা একটু একটু করে কাজে লাগিয়েছো প্রতিটি অনুকূল দৃশ্য আর স্মৃতি | মনের উঠোন হঠাত্‍ ই দেখি সবুজে সবুজ, সেখানে অচেনা এক ফুল ! নাম কি তোমার- ভালোবাসা, না অবচেতন ভুল ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।