আমাদের কথা খুঁজে নিন

   

অবচেতন ।

জীবনে যা কিছু শিখলাম ,সব ভুল করে শিখলাম । ভুল বিহনে কোন কিছু শিখা যায় না । আসলাম আপনাদের মাঝে কিছু শিখার তরে । ক্ষানিক আগে, আমি বসে আছি নিরলায় । ভাবছি কি যেন , বসে বারান্দার দকিনা কোনায় ।

হাসঁছে চম্পা ফুল ,উঠানের কোনায় । পেয়ারা গাছটা নুয়ে আছে কেন , এই আবেলায় । পাশে দাড়িয়ে আছে, আম বৃক্ষ ,সর্দারের ন্যায় । আমি হঠাত চোঁখ ফিরায় ,পশ্চিমের কোনায় । দাড়িঁয়ে আছে, এক আস্ফরা বিস্নতায় ।

খোলা চুল , কানে দুল ,ভাসছে চুল হাওযায় । তবুও মনে হয় কি জেন নাই নাই । মনে হয় হাসিঁটাই ,ঢেকে গেছে বিস্নতায় । হটাত ডাক , এতক্ষন পর্যন্ত কেউ ঘুমায় নাকি । হতচকিয়ে ,উঠে দেখি, ভাজছে ভোরের বাসি ।

ঘুম হল শেষ , তবুও রয়ে গেল সপ্নের হ্রেস । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।