আমার আমি কে খুঁজি
তারপর একটা দিয়াশলাই, জ্বলে ওঠা একটা সিগারেট
মন চায় কি যে করতে, পারে না তো সে তাকে ধরতে
হারিয়ে সে কোন আধারে, মনের কোন এক দুয়ারে
ধরতে গেলে তাকে ভয় হয়, কি যেন হতে কি হয়ে যায়
বুঝিনা তো এই আমি বুঝি না, আমার আমি কে আমি চিনিনা
এমন ভাবনা গুলো হতাশায়, ঘিরে রাখে আমাকে চারিপাশ
আধারের কোন এক গভীরে , হারিয়ে নিজকে খুজি পলকে
খুজে পাব যখন তারে, সুদ্ধ হবো এ সংসারে
পালাবে সব হতাশা, এ মনের গহীন তরে
নিজকে পেয়ে নিজের দিশা, পাবে মন সর্ব সধা
পূর্ন সাধন করিলে মন , হারাবে না এ সংসারে
একুল অকুল সর্ব-সমান, কর্মে তোমার পায় যে মান
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।