আমাদের কথা খুঁজে নিন

   

আমার অবচেতন মনের চিন্তা

বই পড়েত ভালবাসি, আমার পড়া বেশিরভাগ বই পিডিএফ ফরমেট। সংগ্রৃহীত সব পিডএফ বই নিয়ে গেড় তুলেছি একটা পিডএফ সাইট http://egronthagar.blogspot.com/

বিকেল বেলা যখন জানালাই পা নামিয়ে বসে থাকি থখন অবচেতন মনে নানা ধরণের চিন্তা ঘুরপাক খাই সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। বিরক্তিকর হলে ক্ষমা করবেন। ০১... বড় আশ্চর্য মনুষের মন। যখন যে সমস্যায় ভোগে তখন সে সমস্যাকেই সে সবচেয়ে ভোগান্তিকর মনে করে।

মনে মনে বলে যদি এ সমস্যা না হয়ে অন্য সমস্যা হত তবে সহ্য করতে পারতাম। সৃষ্টিকর্তাকে বলে তুমি আমাকে অন্য যে কোন সমস্যা দাও আমি সহ্য করতে পারব কিন্তু এ সমস্যা থেকে আমাকে মুক্তি দাও। অনেক সময় নির্দিষ্ট করে কোন সমস্যার কথা বলে। কিন্তু দেখা যায় সে সমস্যা দিলেও সে সহ্য করতে পারেনা। আবার আগের কথাই বলে।

০২... বড় আশ্চর্য রকমের সম্পর্ক বন্ধুত্ব। কখনো মানুষ বন্ধুর শোকে কাঁদে ,কখনোবা বন্ধুর জন্য জীবন বাজি রাখে,আবার সেই বন্ধুই বন্ধুর দুর্দশায় লুকিয়ে হেসে পুলক অনুভব করে। কিছু বন্ধু বন্ধুর অনুপসিতিতে অন্য বন্ধুর সাথে তার সমালোচনা করে মজা পায়। কিছু বন্ধু থাকে যারা বন্ধুর সাফল্যে বন্ধুর বন্দনায় পঞ্চমুখ হয়, আবার সেই বন্ধুর ব্যর্থতায় কড়া সমালোচনা করতে কুণ্ঠাবোধ করে না। কিছু বন্ধু আছে যারা বিপদের সময় বন্ধুর জন্য কিছু করতে না পারলেও পাশে দাড়ায়।

আর কিছু বন্ধু আছে যারা উপকার যেমন করে তেমনি সুযোগ পেলে ক্ষতি করতেও ছাড়ে না। ০৩... কিছু ভালোলাগা থাকে যেগুলোর সাময়িক কিন্তু সেগুলো হয় তীব্র,সেগেুলোর বহিপ্রকাশও ঘটে তীব্রভাবে। আসলে এসব ভালোলাগার কোন গভীরতা থাকে না কিন্তু বেগ অনেক বেশি থাকে। তাই অল্প দিনেই এসব ভালোলাগা হারিয়ে যায়। অপরদিকে কিছু ভালোলাগা থাকে যেগুলো সুক্ষ হলেও গভীরতা পূর্ণ।

মনের গভীরে এসব ভালোলাগার জন্ম হয়, হয়তবা কখনও এই ভালোবসা প্রকাশ পায় না তাই বলে ধোঁয়ার মত এই ভালোলাগা উড়ে যায় না। আর এই ভালোলাগা থেকে ভালোবাসা গড়ে উঠে তাই আসলে প্রকৃত ভালোবাসা..................................সেই প্রকৃত ভালবাসা আজ বিলুপ্ত প্রায়। ০৪.ভালবাসাকে আজ দেহবাসা প্রতিস্থাপন করে দিয়েছে। ভালোবাসা একটা আপেক্ষিক শব্দ। কারণ কারো কাছে ভালোবাসা মানে দুটি ছেলে-মেয়ের মধ্যে এক জটিল সম্পর্ক,কারো কাছে সন্তানের প্রতি বাবা-মায়ের আর বাবা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা(মায়া) এটাই ভালোবাসা।

আবার মহামানবদের কাছে মানবপ্রেম ভালোবাসা,কল্পনাবিলাসী তরুণ-তরুণীর কাছে ভালোলাগায় ভালোবাসা। বন্ধু পাগল মানুষের বন্ধুর হৃদয়ের গভীর থেকে যে টান তাই ভালোবাসা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।