আমাদের কথা খুঁজে নিন

   

অবচেতন মনের চেতনা ৭১

জেডআসাদ্‌স

৭১'র চেতনা আমরা কম বেশী সবাই লালন করি। ৭১ যেন আমাদের জীবনের পাথেয়। আমাদের অহংকার, পথ চলার অঙ্গীকার। তবে যে চেতনা হওয়া উচিত ছিলো সার্বজনীন, সেটা আজ কারো কুক্কীগত। কেউ মনে করে এই চেতনা তার বাপের সম্পত্তি, আর কারও উদাসীনতার স্বীকার।

কোনো দলের নেতার ঢাকে মানুষ যুদ্ধে যায় নাই, গিয়েছিলো সেই নেতার ঢাকে যিনি ছিলেন দল মতের উর্দ্ধে। যিনি ছিলেন মানুষের নেতা, আমাদের প্রিয় নেতা শেখ মুজিবুর রহমান। কোনো নির্দিষ্ট দল সেদিন যুদ্ধ করেনি, করেনি কোনো ধর্মগোষ্টী, করেছিলো বাংলার মানুষ। তবে তা আজ হয়ে গেছে কোনো নির্দিষ্ট দলের সম্পত্তি। আর যারা এই দলের মতাদর্শী নন তাদের নাম রাজাকার!! যে যুদ্ধ ছিলো আমাদের অধিকার আদায়ের যুদ্ধ তা আজ ধর্ম যুদ্ধ হয়ে গেছে।

সেখানে জামাআত হয়ে গেসে মুসলমানের ধারক, আর বাম-আওয়ামীলীগাররা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আর আমরা যারা জামাআত বা আওয়ামীলীগ করিনা, আমরা কোথায় যাবো? জামাআত না করলে আমরা মুসলমান না, আর আওয়ামীলীগ না করলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না। বাংলাদেশের মানুষের এই অদ্ভুত সঙ্গায়ন বা বিভক্তীকরণটা কে করলো?? এটা শুধুমাত্র বাম আর আওয়ামীলীগার দের কল্পনা প্রসূত চিন্তাধারা। আমরা আমাদের ৭১'র চেতনায় উজ্জীবিত হতে চাই, বিভক্ত হতে চাই না। আমরা চাই সঠিক ইতিহাস, প্রবন্চনা নয়।

আমরা চাই মুক্তিযুদ্ধাদের মূল্যায়ন। আমরা চাই সকল মানবতা বিরোধী অপরাধীদের শাস্তী। মানবতা বিরোধী অপরাধীদের কে যেনো কোনোভাবে সঙ্গায়িত করা না হয়। ওদের আলাদা কোনো পরিচয় নেই। ওরা অপরাধী!!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।