আমাদের কথা খুঁজে নিন

   

খোলাচিঠি

তোমার খুব অবাক লাগবে আমার কথাগুলো শুনে কিন্তু ঠিক অস্বীকার করতে পারবে না। তুমি খুব ভিত হও কেন তোমার মুখের কথা এতো বেশি বেশি শুনতে চাই পাছে সব কথা এক দিনে ই শেষ হয়ে যায়। কিন্তু তুমি জানো না তোমার প্রতি কথার ভিতর আমি নতুন করে আবিষ্কার করি আমার স্বপ্নগুলোকে আমার ভেতরকার আমি কে। তোমার চোখে স্বপ্ন দেখি প্রতিক্ষন একটু ভুল বললাম কি? হয়তো তুমি ই স্বপ্ন দেখাও কিন্তু স্বপ্ন শেষ কর না। মনে পড়ে সে দিনের কথা? তোমার চোখে অপলক- তাকিয়ে ছিলাম যে দিন! তুমি কোনো এক অজানা সংকোচে আমার চোখের দিকে তাকাও নি; পরে জেনেছি তুমিও তাকাতে চেয়েছ তাকাও নি। কি তোমার সংকোচ? সর্বদা তোমার মুখে শুনতে চেয়েছি একটি মাত্র শ্বব্দ কিন্তু সে শ্বব্দটিকে তোমার ঠেকেছে অবোধ্য। স্বপ্ন দেখেছ,দেখিয়েছ হাতে তোমার হাত রেখে হেটে চলেছি সারারাত অবিরাম, কিন্তু বাস্তবে হাত বাড়াতে ই হাত লুকিয়েছ তোমার রঙ্গীন চাদরের নিচে। মনে পড়ে? প্রশ্ন করে কি লাভ তুমি নিঃসন্দেহে নির্লিপ্ত ভাবে বলবে "কি জানি............!!" তোমার মুগ্ধতার কাছে আমি সর্বদা হার মেনেছি, তোমার ভালবাসাকে বেসেছি ভাল; বশ্যতা স্বীকার করেছি তোমার উক্তিতে কারন তোমায় যে ভালবেসেছি। তোমার চোখের জলকে সর্বদা করেছি ভয় আর অভিমান কে করেছি গর্বিত; কারণ তোমায় হারাতে চাই না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.