আমাদের কথা খুঁজে নিন

   

খোলাচিঠি...

কোন একদিন.. এদেশের আকাশে... কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই ... খোদায়ী বিধান পেয়ে দু:খ বেদনা ভুলবে..

হে মুজিব, তোমাকে আমরা কথা দিচ্ছি, বাংলাদেশ যতদিন থাকবে ততদিন তোমায় আমরা মনে রাখব। বাংলাদেশ হারিয়ে গেলে ভুলে যাব। তুমি হয়তো একটু অভিমান করতেই পার, কেননা আমরা তোমায় তোমার যথাযথ সম্মান দিতে পারছিনা। কিভাবে পারব বল, পথ যে আমাদের ধীরে ধীরে বাঁধ দিয়ে বন্ধ করে দেয়া হচ্ছে। "পদ্মা, মেঘনা, যমুনা যতদিন রবে বহমান।

ততদিন রবে শেখ মুজিবুর রহমান। " পদ্মায় এখন আর নেই সেই জলস্রোত, যা দেখে মনে পড়ে যেত ৭ই মার্চের তোমার ভাষন শুনতে যাওয়া মানুষের ঢল। যমুনা আর আগের মত বহে না। মেঘনাও যে তার জীবন হারানোর পথে রয়েছে। পদ্মা-মেঘনা-যমুনা না থাকলে বাংলাদেশের মানুষ থাকবেনা, থাকবেনা বাংলাদেশ আর তাই দু:খের সাথেই জানাচ্ছি তুমিও থাকবেনা।

হারিয়ে যাবে, বিস্মৃত হবে অথবা যাদের মনে তোমার বসবাস ছিল তারা বিলুপ্ত হবে। জেনে রেখ এর জন্যে আমরা দায়ি নই। বরং তোমার সবচে কাছের মানুষেরাই দায়ী। আমাদের ক্ষমা করে দিও। সৃষ্টিকর্তার কাছে তোমার সর্বোত্তম পুরস্কারের প্রার্থনা করে শেষ করছি।

টিপাইমুখ প্রকল্প বন্ধ করা হউক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.