আমাদের কথা খুঁজে নিন

   

কাপুরুষ

আমি এক অসুস্থ মস্তিস্কের মানুষ। সমাজের অন্যায় গুলো কষ্ট দেয়। অসঙ্গতি এড়িয়ে চলতে পারিনা। আমার জীবন টা ছন্দহীন কাব্যের মত। মস্তিস্ক চর্চায় আমার নেশা।



যদি কখনও কালো আকাশের কালো হয়ে
এলোমেলো কিছু একটা হাবিযাবি হয়ে
নীল বেদনায় নীল না হয়ে লাল হয়ে
তোমার জানালায় এক টুকরো আকাশ হয়ে
তোমার চাওয়া সেই হলুদ খামে নীল চিঠি নিয়ে
এসে যায় কখনও তোমার দেওয়া নাম নিয়ে
ফিরিয়ে দিও অজানায় ভিতু আমায়,
ফিরিয়ে দিও এই তোমার না বলা এই কাপুরুষ চিত্ত মনকে।

তুমি যেখানে সাদা আলোর বিচ্ছুরন হয়ে এসেছ
অন্ধ এই আমি লুকিয়েছি নিজের সৃষ্ট অন্ধত্তে!
হয়ত কিছু কথা আবেশিত করবে নাহ আর
হয়ত হবেনা তারা দেখে স্পর্ষতার অনুভব।
তবে জেনে রেখ তুমি থাকবে তুমি হয়ে,
যে তুমি তে আমার পংতিমালা থাকবে
আমার ভাল লাগার আহ্লাদ থাকবে
থাকবে আমার মন খারাপের সঙ্গি হয়ে।
ভাল থেক প্রিয়তমা..................

হয়ত হারিয়েছি তোমায় এই নামে ডাকার অধিকার
অপরাধি সাজা ঘরে বন্দি এখন।
যে ঘর থেকে বের হতে পারবে নাহ কেও
যে সাজা ঘর থাকে আত্ম অপরাধে ঘেরা।



বর্ষার পূর্ণিমা হয়ে থাকবে তুমি,
যেখানে প্রশান্তির ঝর্না বয়ে যাবে আমার অস্তিত্ব থাকা অবধি.......





অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।