উড়তে ঘুরতে
আজকে নিজেকে নতুন করে কাপুরুষ দলের একজন মানুষ বলে মনে হচ্ছে যারা সবকিছু দেখে শোনে...........কিন্তু কোন অন্যায়ের প্রতিবাদ করেনা...........এটাতো অন্যায়ের প্রতি এক প্রকারের নীরব সমর্থন.............আমিও আজ এই কাজ করে এসেছি..........বিকেলের দিকে একটা কাজে বাজারে গেছিলাম.........সেখানে ঢোকার সময় দেখি এক দোকানের মধ্যবয়স্ক মালিক তার এক শিশু কর্মচারীকে গালাগালি করছে........এবং হটাৎ করে ছেলেটির বুকে লাথি মারলো......দেখে মনটা এত খারাপ হলো.....ইচ্ছা করছিলো লোকটাকে কিছু বলি.......কিন্তু আমার কাপুরুষ মনটা বাধা দিলো........অযথা ঝামেলায় জড়ানোর কী প্রয়জন???????তায় নিজের কাজে মন দিলাম.........কিন্তু কিছুতেই ঘটনাটা মন থেকে দূর করতে পারলামনা.....এখনও পারছিনা.....আর সেই সাথে বার বার নিজেকে ধিক্কার না দিয়েও পারছিনা...........ছিঃ.......কী লাভ এভাবে বেচে থেকে????????কিন্তু তারপরও বেঁচে থাকবো.....আমি যে কাপুরুষ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।