আমাদের কথা খুঁজে নিন

   

কুসুম

ভুলতে ভুলতে ভুলেই গেলি মোরে আমায় কি আর পাবি রে তুই রাত-বিরাতের ঝড়ে? না দিলি তুই অমল কোমল উষ্ণ রাতির উম কাটলো কতো বাদলা-বিকেল মঙ্গল-শনি-সোম। মনের আঁচড় নখের আঁচড়- ছিন্নভিন্ন বুকের পাঁজর মাঝ-ফাগুণের পলাশ-জ্বলা কষ্ট অঝোর তুই-ই দিলি ভুলতে ভুলতে ভুলেই গেলি। বিনিয়ামিন, (ডায়েরী থেকে), ০২ ফেব্রুয়ারী, ২০০৮ সাল সাতপাড়িয়া, নিজ বাড়ি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।