প্রেম নয় কবির অন্বিষ্ট হলো বিরহ ।/ কিন্তু বিরহ দুর্লভ বড়, প্রেমের ওপারে থাকে সে ।/ তাই কবিকেও প্রেমে পড়তে হয়,/ অবশ্য তা প্রেমের জন্য নয়-/ একদিন বিরহকে কাছে পাবে বলে । ...নির্মলেন্দু গুণ । তুমি হয়তোবা জানবেনা কোনোদিন আমার এ গানখানি তোমারই দেয়া প্রেম বিরহের ঋণ । তবু বেঁচে আছি যতোদিন ভালোবাসি বেসে যাবো ততোদিন কভু ভুলবোনা ভুলবোনা কোনোদিন । প্রতি রাতে জেগে থাকি আমি ফিরে যদি আসো তুমি জানি আর কোনোদিন দেখবোনা ওই মুখখানি ফিরবেনা সেও জানি । তবু পথ চেয়ে যাবো আমি ততোদিন বাঁজবেনা যতোদিন মরণের বীণ । শুধু তুমি হয়তোবা জানবেনা কোনোদিন !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।