কিছু নিজের লেখা আর কিছু নেট থেকে ঘষামাজ়া করা, কেউ অন্য কোথাও লিখতে চাইলে প্লিজ জানাবেন ©
আসলে এটা আমি মন্তব্যের ঘরে লিখতে পারতাম। তাহলে যার পোস্ট ,তিনিই হয়তোবা দেখতেন। কিন্তু সবার কাছে জানার জন্য পোস্ট আকারেই লিখলাম। ব্লগে কেউ কারো খুব আপন হয়ে যান। কত সুন্দর আমাদের মানবিক গুনাবলি।
কেউ কাউকে না দেখে আপন করে নিই। আর তার বহিঃপ্রকাশ কাউকে নিজস্ব পোস্ট উৎস্বর্গ করা। কিন্ত এ পোস্ট যদি কোনো নিজস্ব বা মৌলিক পোস্ট হয় তাহলে তা অবশ্যই কোনো ভালো লাগা প্রিয় ব্লগারকে উৎস্বর্গ করা যায়। কিন্তু তা যদি অন্য কারো রচনা হয়,তবে তা মনে হয় আর কারো নামে উৎস্বর্গ করা ঠিক না,সেই লেখকের অনুমতি ছাড়া। বড়জোর , এটা করা যেতে পারে যে, এ পোস্টটি উনার জন্য অথবা অমুক ব্লগারের ভালোলাগায় প্রকাশ করা হলো।
ঠিক তেমনি ,অন্য কারো গান ও আমরা মনে হয় এভাবে উৎস্বর্গ করতে পারিনা। শুধু অন্যের সম্মানে প্রকাশ করতে পারি। মৌলিক লিখা হলে ঠিক আছে।
আসলে আমি ঠিক গুছিয়ে লিখতে পারিনাই,এমনকি ব্যাপারটা মনে হয় বুঝাতেই পারি নাই। তবে, আশাকরি, আপনারা বুঝতে পারবেন ,আমি কী বুঝাতে চেয়েছি।
ভুল লিখলে ক্ষমা করবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।