সেই সিন্ধু সভ্যতা থেকে
.
.
পাল রাজবংশ থেকে
.
.
.
মোঘল আমল থেকে..
.
.
.
ফিরিঙ্গির আমল থেকে
.
.
.
মগের মুল্লুক থেকে.
.
.
.
বৃটিশ আমল থেকে,
.
.
.
পাকিস্তান আমল থেকে শুরু করে স্বাধীন বাংলায় বঙ্গবন্ধু টু হাসিনার আমল (২য় দফা) পর্যন্ত.......... (মাঝে কিচু বাদ গেলে যোগ দিয়া নিয়েন মনে মনে)
.
.
.
.. এত্তো কিছু বদলাইলো, উন্নত হইলো, মাগার সামু...?? জন্মজন্মান্তর ধৈরা একই ইমো চালাই যাইতেছে। আইজাবধি কোন নতুন ইমো দিতে পারলোনা। আফসুস..
এখন পাব্লিকের কত্তো ইমোশন, কত্তো ডিমান্ড।
এই ধরেন সবার আগে যেটা দরকার সেটা হৈলো "লুলীয় ইমো"। কত্তোজন ব্লগে লুল ফালায় যায় কিন্তু যথাযথ ইমোর অভাবে জায়গামতো লুল পড়েনা বৈলা বিতর্ক সৃষ্টি হয়।
এছাড়া আছেঃ
১) রাগে মাথার চুল ছিঁড়ার ইমো,
২) মাথা বনবন কৈরা ঘুরার ইমো
৩) আবাল কওনের ইমো,
৪) কানের নিচে থাবড় দেওয়ার ইমো,
৫) বুক ফাটা কান্নার ইমো,
৬) আবেগে গৈলা যাওয়ার ইমো,
৭) লুলিয় ইমো ( যা দেক্লেই বুঝা যাইবে, মুখে কওয়া লাগবেনা)
৮) নিজের কান নিজে টানার ইমো,
৯)মাথা চুলকানোর ইমো (ত্রিনিত্রি)
১০) লাফাইয়া পড়া (সায়েম মুন )
১১) ঘুমানোর ইমো (জেরী) এইটা আছেই
১২) বাই বাই কিংবা টাটা ইমো (জেরী)
১৩) শয়তানীয় হাসির ইমো (জেরী)
১৪)আর মনে পর্তেছেনা, আপনেরা কন
১৫)
বিঃদ্রঃ যথাযথভাবে কোন ইমো দ্বারা বর্তমান মনের অবস্থা প্রকাশ করা সম্ভবনা তাই কোন ইমো দিলাম না। এইটা একটা প্রতিবাদী পোস্ট।
(বর্তমানে ব্যবহৃত ইমো সমূহ নিম্নরূপঃ
শ্যাষ....) মাত্র এই কয়টা ইমো? তাও আরো রিয়েলিস্টিক হৈলে কাম ছিলো।
---------------
আসেন ব্লগার বন্ধুরা। নয়া ইমোর দাবীতে সবাই একাট্টা হই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।