আমাদের কথা খুঁজে নিন

   

সবকিছুর উর্ধ্বে জাতীয় নিরাপত্তা



রাজধানীর প্রানকেন্দ্রে, দিনের আলোয়, হাজার হাজার মানুষের বসতির কাছে, চারদিকে বন্ধুর পথ রেখে কয়েক ঘন্টা কিংবা ১ দিনের মধ্যে যে বিভিষীকাময় ঘটনা ঘটে গেলো, যে নৃশংস হত্যাকান্ড ঘটিয়ে গা ঢাকা দিয়ে গেলো বিশেষ চক্রান্তকারীরা, এবং পরে দেখা গেলো তারা যেভাবে যা চেয়েছে তাই হয়েছে, এতে আশংকা জাগে দেশের হাজার হাজার মাইল সীমানা এই মুহুর্তে নের্তৃত্ত্ব শূণ্য হয়ে পড়ে আছে, সেখান দিয়ে না জানি কি হয়ে যাচ্ছে। প্রত্যক্ষদর্শী সেনাকর্মকর্তা কিংবা সরকারী তরফ থেকেও বলতে শোনা গেছে, বাইরে থেকে অস্ত্র কিংবা গাড়ি ও বিস্ফোরক এমনকি জনোবল পিলখানায় ঢুকেছিলো! এসব শুনে সত্যি গভীর শংকায় আচ্ছন্ন হয়ে পড়ছে মন। বিস্ত্রস্ত, কিছুটা ক্ষুব্ধ, ভীত কিংবা সাম্প্রতিক ঘটনায় আলোড়িত জোয়ানরা, যারা সীমান্তে নিয়োজিত, এই মুহুর্তে অনির্দিষ্টকালের জন্যে নের্তৃত্ত্ব-শূণ্য হয়ে পড়ে কতোটা অসহায় এবং ভয়ংকর বিপদের মধ্যে পড়ে আছে। তাদের সেচ্ছাচারীতা ও নির্বূদ্ধিতার না জানি কি মাশুল জাতিকে দিতে হয়। সারা দেশ বিচার, তদন্ত আর শোকে যখন বিহ্বল, এই সুযোগে মাদক চোরা চালান, অপরাধী, সন্ত্রাসী আর অবৈধ অস্ত্র- গোলাবারুদ ঢুকে পড়ছে দেশের মধ্যে। নি:সন্দেহে সামনে আরো ভয়ংকর দু:সময় অপেক্ষা করছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.