সব কথা বলা যাবে, সত্যটা বলা যাবে না।
বিশ্ব নন্দিত অভিনেত্রী এরিজাবেথ টেলর মারা গেলেন।
তারা ১০০০ হীরের আংটি ছিল।
এর প্রায় সবগুলো গিফট পাওয়া।
এত গিফট তিনি কোথায় পেয়েছেন?
পৃথিবী বড় বড় শিল্পপতিরা তাকে গিফট দিয়েছেন।
কোন ধরনের শিল্পপতিরা তাকে গিফট দিয়েছেন?
উত্তর সহজ লম্পট শিল্পপতিরা।
বাংলাদেশের টিভি চ্যানেল ওয়ান।
ফকরুদ্দিন সরকারের সময় কর্মিদের বেতন বন্ধ।
বেতনের জন্য কর্মিরা আন্দলন করছে।
মালিক গিয়াস উদ্দিন আল মামুন গ্রেপ্তার।
কিছুদিন পর মামুনের বান্ধবী নায়িকা কেয়ার ফ্ল্যাটে রেবের অভিযান।
প্রায় ২ কোটি টাকার বেশি উদ্ধার করা হয়।
যা দিয়ে চ্যানেল ওয়ানকে কয়েক মাস ভালোভাবে চালানো যায়।
শখ মিডিয়ায় এল।
অদ্ভূত সুন্দর একটি মেয়ে।
বাংলা লিংকের বিজ্ঞাপন করতে গিয়ে
সে সারিকাকে লাথি মেরে মিডিয়ায় হৈ চৈ ফেলে দিয়েছিল।
সারিকা সাংবাদিক ধরে সে কি কান্না।
শখের মা তাকে মারতে পর্যন্ত গিয়েছে।
শখের লাথি খেয়ে সে ভাল ভাবে পারফর্শ করতে পারেনি।
কিছু দিন পরে দেখলাম সারিকা বাংলা লিংকে।
শখ নাই।
দীর্ঘদিন অনুপস্থিত।
আবার শখ বাংলা লিংকে এল।
সারিকা শখ পাশাপাশি নাচল।
শুরু হল স্ক্যান্ডাল।
শখের স্ক্যান্ডাল
স্টিল নয়, তার মোশন পিকচার ইন্টারনেটে।
মোশন পিকাচার ফলস বানানো মত প্রযু্ক্তি আমাদের দেশে নেই।
আমরা যতই গলাবাজি করি, বিষয়টা অতটা সহজ না।
শখ প্রথম প্রথম সিনেমায় নামল।
শাকিব খানের বিপরিতে অভিনয় করতে ব্যাংককে চলে গেল।
তার কেরিয়ারের থেকে অনেক ছোট একটি রোলে অভিনয় করতে সে
ব্যাংক গিয়েছিল।
সাইট নায়িকা টাইপের রোল।
আমি প্রযোজকের সাথে কথা বলেছিলাম।
বন্ধু মানুষ।
সে বলল, শখকে অনেক সুন্দর লাগে।
মিডিয়ায় নতুন।
তাই ছোট একটা চরিত্র দিয়ে ব্যাংকক নিছি।
তবে সাথে তার মা ছিল। সমস্যা......।
জন প্রিয় এক মডেল বলেছিল-
মিডিয়া বোরকা পরে থাকতে আসিনি।
নাচতে নেমে ঘোমটা দিয়ে কি লাভ?
তিন্নি, প্রভা, চৈতি, শখ..........
মিডিয়ায় অন্ধকার আজ আলোতে আসছে।
অন্ধকার থেকে আলোতে আসলে প্রথমে চোখ সয় না।
ধীরে ধীরে সয়ে যায়।
যে সয়ে সে রহে........
জুলিয়াস এ্যাসাঞ্জের একটি বানী দিয়ে লেখাটা শেষ করছি-
অপরাধি প্রধান অস্ত্র গোপনিয়তা। তার গোপনিয়তা প্রকাশ করে দাও।
সে দূর্বল হয়ে যাবে। উই ওপেন গর্ভমেন্ট।
মিডিয়া ওপেন গর্ভমেন্ট।
নাউ নিউ ওয়ার
মিডিয়া ওপেন মিডিয়া পার্সন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।