আমাদের কথা খুঁজে নিন

   

আরাধ্য ছিলো না কেউ

পার হয়ে যাই তালুকদারের বাড়ি

আরাধ্য ছিলো না কেউ, তবু রাস্তা ছিলো সম্ভাবনাময়... সে-রাস্তায় হেঁটে গেছি কাল সারাদিন, যে-রাস্তা আদেশ করেছেন আচার্য আমার যাত্রার পশ্চাতে কোনো রমণীর মৃত্যু স্বচক্ষে দেখি নি কোনো দিন তবু যত দূর হেঁটে গেছি, তত দূর সঙ্গে গেছে যুধিষ্ঠিরের কুকুর তার কাছে আমি শুধু ভ্রাতৃঘাতকের অস্থিসমুদয় ফেরত চেয়েছি । প্রতিজ্ঞা ছিলো না কাল কারও কাছে পৌঁছে দেবো পিপাসার জল তবু হ্রদপ্রান্তে প্রতীক্ষায় ছিলো পূজনীয় ধর্মবক— জীবনের কোনো গাঢ়তম প্রশ্ন নয়, তার কাছে আমি শুধু সরল মূল্যের বিনিময়ে আকাঙ্ক্ষিত বস্তু প্রার্থনা করেছি । ত্যাগব্রত নিশ্চিত ছিলো না কাল, তবু রাস্তা ছিলো সম্ভাবনাময়... হেঁটে গেছি তত দূর, যতটা দূরত্ব ছিলো বিষাদের দেবতার অভিপ্রায়...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.