যতটা কষ্ট পেলে- তোমাকে অভিশাপ দেয়া যায়; ততটা কষ্ট আমি পেয়েছিলাম। তবু অভিশাপ হয়নি দেয়া। উপরন্তু তোমার অপরাধের অভিশাপ নিয়ে, আমি বেঁচে থাকার মতো স্পর্ধা করি। শুনেছি সব অন্ধকারের পেছনে আলো থাকে, কিন্তু আমার চারপাশের যে আঁধার - তাকে কাটবার মতো কিংবা কাটাবার মতো আলো দেখিনি বছর কত হলো। তার ও হিসেব হয়নি করা! আমার দেয়ালের টিকটিকিটার মতো, আমিও নিশাচর গেছি বনে। আর সব কিছুর মতো - সে আমার ঘুমগুলোকে নিয়ে গেছে তার আঁচল ভরে। তবু আমি রাত জাগা স্বপ্নহীন বুকে তাঁরই আরাধনা করে যাই। -প্রাণান্ত চৌধুরী আকাশ ১৫।০২।২০১২ইং
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।