রাতের আকাশের নগ্নতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কিন্তু পারি না মনের আকাশ দেখতে।
জীবনে যা চেয়েছি তা কখনও পাইনি। আবার কিছু পেয়েছি যখন সেই পাওয়ার ইচ্ছেটা বয়স্ক পাতার মত শুকিয়ে বাদামী হয়েছে তখন।
সে সময় সেশন জট চলছিল। সময় কাটেনা।
পরিচিত মানুষ জন কম। সময় কাটে না। নেশাতে জরিয়ে যাবার জন্যে খুব ভাল সময়। গল্পের বই পড়া শুরু করলাম। কয়েকদিন পর এক ঘেয়েমি লাগল।
ছবি নিয়ে বসলাম। একটা দুটা করে আঁকছি। যখন আঁকি খুব কষ্ট হয়। কারণ অনেক সময় নিয়ে আঁকি। আঁকার সময় হাজারও কথা মনে ঘুর পাক খায়।
নিজের উপর বিরক্ত লাগে। ক্লান্তি আসে।
কিন্তু যখন এক একটা ছবি আঁকা শেষ হয়, তখন সব কিছু ধামা চাপা পড়ে। আনন্দটুকু উপচিয়ে পড়ে। আজ দেখুন আমার সেময়ের আঁকা "আরাধ্য" ছবি টা।
ড্রইং টা খুব সুন্দর না। তবে নিজের সৃষ্টি তো তাই এটাই অমূল্য রত্ন মনে হয়।
২য় ছবির লিঙ্ক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।