আমাদের কথা খুঁজে নিন

   

আরাধ্য স্বাধীনতা

অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি.... এই সেই বাহাদুর শাহ্‌ পার্ক বিপ্লবীদের আত্মত্যাগ আজো আমি শুনতে পাই, তারা চিত্কার করে বলে, স্বাধীনতা আজো আসে নাই। যুগে যুগে জন্মেছে হায়েনার দল পুষ্ট হয়েছে তারা, মাতৃভূমির আলো ছায়ায় তাদের হাত আজো রঞ্জিত হয় নগ্ন প্রমত্ত নিষ্ঠুর উল্লাসে। ওরা কারা? ওরা কি চায়? ওরা আর কত রক্ত চায়? একেকটি মৃত্যু আমাদের চোখের সামনে চোখে আঙ্গুল দিয়ে, বিবেকের কাছে হাজার প্রশ্ন ছুড়ে জিজ্ঞেস করে ঘুমিয়ে থাকা আর কত? এইভাবে কি বাঁচা যায়? এর নামই কি জীবন? এই কি স্বাধীনতার প্রাপ্তি? প্রিয় ভাই বিশ্বজিৎ, অভাগা দেশের দুর্ভাগা নাগরিক ছিলে তুমি, আজ তুমি অনেক দূরে, যেখান থেকে কেউ কখনো আসে না ফিরে! কি ছিল তোমার অপরাধ! স্বাধীন দেশে তথাকথিত ছাত্র রাজনীতির কি নির্মম শিকার হলে তুমি! লাথি মারি সেই নগ্ন রাজনীতির মুখে বিদ্রোহী হয়ে চিত্কার দিয়ে বলি, আবার চাই বিপ্লব আবার চাই রক্ত আবার চাই রুদ্র ৭১, আছে যারা ঘুমন্ত ধরোরে হাল হয়ে প্রাণবন্ত। আবার নামবো রাজপথে কাঁপিয়ে দিতে অত্যাচারীর দুঃশাসন, আবার জ্বালাবো অগ্নি নব সৃষ্টির উল্লাসে, হয়ে চির দুরন্ত দুর্বিনীত। আনবো আবার নতুন দিন, সূর্যস্নাত রক্ত রাঙ্গা স্বাধীনতা। প্রিয় আকাঙ্ক্ষিত স্বাধীনতা, তোমাকেই চাই আবার দীপ্ত প্রভাতে, দুঃখিনী মায়ের ছিন্ন আঁচলে তোমাকে আসতেই হবে স্বাধীনতা ফাগুন রাঙ্গা উচ্ছ্বাসে, মুক্তিকামী জনতার বাঁধ ভাঙ্গা জাগরণের মাঝে। ছবি: গুগলিমামা  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.