আমাদের কথা খুঁজে নিন

   

‘তদন্ত সঠিক ছিল বলে তদন্ত কর্মকর্তাকে সরানো হয়’

১০ ট্রাক অস্ত্র আটক মামলায় আগের তদন্ত কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ সুপার ইসমাইল হোসেন সঠিকভাবে তদন্ত করেছিলেন বলে আসামির এক আইনজীবী আদালতে দাবি করেন।ওই তদন্ত সুষ্ঠু হচ্ছিল বলেই ইসমাইল হোসেনকে সরিয়ে দলীয় দৃষ্টিকোণ থেকে সর্বশেষ তদন্ত কর্মকর্তা হিসেবে মো. মনিরুজ্জামান চৌধুরীকে সরকার নিয়োগ দেয়।তবে আইনজীবীর এ বক্তব্য নাকচ করে দেন সর্বশেষ তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান চৌধুরী।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মহানগর ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমের আইনজীবী কামরুল ইসলাম তদন্ত কর্মকর্তাকে জেরা শুরু করেন।জেরায় আদালতের ৪ ও ৬ নম্বর পর্যবেক্ষণ নিয়ে কয়েকটি প্রশ্ন করা হয় তদন্ত কর্মকর্তাকে।বেলা সাড়ে তিনটা পর্যন্ত আবদুর রহমানের পক্ষে জেরা অসমাপ্ত রেখে আগামী ১৩ আগস্ট পর্যন্ত আদালত মুলতবি করা হয়।
আজ জেরার একপর্যায়ে তদন্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান চৌধুরী বলেন, ‘অপ্রাসঙ্গিক কিছু প্রশ্ন করা হচ্ছে।এভাবে প্রশ্ন করা হলে সবকিছুর জবাব দেওয়া সম্ভব নয়।’

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.