আমাদের কথা খুঁজে নিন

   

তদন্ত প্রতিবেদন নিয়ে একটি অণু তদন্ত কথন



আচ্ছা, কখনো কী তদন্ত করে সেই প্রতিবেদনে আসল ঘটনাটা বেড়িয়ে এসেছে? আমার মনে তা হয় নি কখনো। আমার বোধ হওয়া থেকেই এই বিষয়টি লক্ষ্য করে আসছি। এদেশে কোনো কিছু ঘটলেই কয়েক সদস্য বিশষ্টি তদন্ত কমিটি গঠন করা হয়। আর এতে যা হবার তাই হয়। ঘটনার কোনো সুষ্পষ্ট প্রতিবেদন পেশ হয় না এবং ঘটনার সুরতহাল সুরাহাও করা হয় না।

তারমানে, এই তদন্ত কমিটি গঠন মানে, সাধারণ জনগণের চোখে ধুলো দেওয়ার এটা একটা অভিনব আমলাতানি্ত্রক প্রক্রিয়া। যদি এই হয় এর উদ্দেশ্য তাহলে তো এমনিই জনগণের চোখে ধুলো দেওয়া যায়। কী দরকার বেশ কিছু অর্থ খরচ করে এটা করার? গত মঙ্গলবার সুনামগঞ্জের ধরমপাশায় একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে আজ পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সবাই বলছে ঝড়ের কবলে পড়ে এই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

কিন্তু কতৃপক্ষ বলছে, বিষয়টি তদন্ত করে দেখতে হবে। জানি না সেই তদন্ন্ততে কেঁচো Èখুঁড়তে কোন সাপ' বেড়িয়ে আসে। যদি তা সত্যি সত্যিই হয় তাহলে তাঁদের সাধুবাদ জানাই। আর যদি তা না হয় তাহলে এই Èআই ওয়াশ' বন্ধ করা উচিত বলে মনে করি। আসলে সত্যিকারের তদন্ত হয় কি না এবং নির্দষ্টি সময়ে প্রতিবেদন পেশ হয় কি না সেই বিষয়টিও বোধ হয় এখন তদন্ত করে দেখার সময় এসেছে।

void(1);

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.