আমাদের কথা খুঁজে নিন

   

তদন্ত তদন্ত তদন্তে তদন্তায়িত আমাদের দেশে একটা তদন্তই হয়ঃময়না তদন্ত

এখন অন্তর্জালে বাংলা লেখা । দুর্দান্ত!

আমাদের গর্বঃতদন্ত কমিটি । তদন্ত কমিটি গঠনের বেলায় আমরা ভীষন সফল। এক সদস্য বিশিষ্ট , তিন সদস্য বিশিষ্ট, সাত সদস্য বিশিষ্ট! পিলাখানার ঘটনায় তিন ধারায় তদন্ত চলছে! প্রধান্মন্ত্রী সাংবাদিকদের বললেন ঘটনার দুই দিন পরে যে তিনি তদন্ত কমিটি গঠন করে দিসেন স্বরাস্ট্র মন্ত্রীকে প্রধান করে। পরে আবার তদন্ত কমিটি হলো।

সেনা বাহিনীও তদন্ত করে। সি আই ডি ও তদন্ত করে। সব তদন্তের সময়কালঃ অনন্ত অসীম। বসুন্ধরায় তদন্ত কমিটি হলো। কি রিপোর্ট দিলো, জানলোনা কেউ ঠিকমত।

এটা জানা গেলো, তাদের সহযোগিতা করেনাই সেখানের লোকজন। তদন্ত কমিটির কাজটা কি হলো ? বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা ছাড়া বাকি সব সমারোহে হচ্ছে। এর কারণ বের করতে বিভিন্ন তদন্ত কমিটি গঠিত হয়েছে । ফলাফল ? ঢাকা মেডিক্যালেও একটা তিন সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে ,তারা অপারগতাও নাকি জানিয়েছে। অসুবিধা নাই।

আরেকটা হবে। ফলাফল? কেউ জানবেনা। তদন্ত রিপোর্ট পাওয়া যায় একটা ক্ষেত্রেই। ময়না তদন্ত। যখন সব কিছু শেষ হয়ে যায়।

সেই রিপোর্ট ও বায়াসড হয়, কিন্তু একটা ফলাফল আসে। এই তদন্তই সবচে বেশি হয়। ময়না তদন্ত যাতে কম করতে হয়, সে জন্য সঠিক তদন্ত করা যে জরুরী, বুঝেও সবাই না বোঝে। জেগেও আমরা ঘুমাই। ময়না তদন্ত ভালো লাগেনা।

স্বাভাবিক ভাবে মৃত্যু সবার কাম্য। এমন ভাবে তদন্ত করা হোক, যেন একি ঘটনা কোন দিন এই দেশে আর না হয়! সবাই জেনে যাক, এই কাজ আর কোনদিন করা যাবেনা !!!সেই অপরাধের সমস্ত পথ বন্ধে যেন তদন্ত কমিটিগুলো কাজ করে। বায়াসড না হয়ে সঠিক রিপোর্ট টা যেন দেয় আর সাদা কে সাদা আর কালো কে কালো বলতে যেন কারো কলম থেমে না যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.