আমাদের কথা খুঁজে নিন

   

বালিকার হারমোনিকা রাতদিন

http://www.somewhereinblog.net/blog/Paranoid

কেন করে আছো তুমি গোমড়া মুখ? এসব তোমায় এক্কেবারেই মানায়না কংক্রিট রাত, একলা প্রহর শূন্য বুক স্মৃতির হারমোনিকা কেউ বাজায়না। কালকে ভোরে উঠতে হবে হাজার কাজ হাসিমুখে আঁটবে গাম্ভীর্যের মুখোশ গোধূলির হাত ধরে যখন আসবে সাঁঝ চপল পায়ে দৌড়ে পেরোও হাজার ক্রোশ। এখন তুমি নও যে মোটেও রাশভারি ওসব তোমায় এক্কেবারেই মানায়না স্কোয়াশ কোর্ট আর টিটি বোর্ডটা তোমারি মুগ্ধচোখে কে দেখে তোমায়, জানায়না! ক্লান্ত তুমি একলা আবার বিষণ্ণ মন ছোট্ট সবুজ পরী তোমার এলোচুল তোমার জন্যে লিখেছি এই আবেগী ক্ষণ খোপায়, পরিয়ে দেব উচ্ছলতার জোনাকফুল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।