আমাদের কথা খুঁজে নিন

   

বালিকার চাওয়া

মেঘ নীল হয় না কিন্তু নীল আকাশের সংস্পর্শে এক ধরনের নীল অনুভূতি সৃস্টি করে। এভাবেই কল্পনার নীল মেঘ দিগন্তহীন নীল আকাশকে ছুঁয়ে থাকে অপার্থিব আলেয়ায়।

খুব করে চেয়েছিল বালিকা কেউ একজন তার হাতটি ধরে পার করে দিবে নগরীর ব্যস্ত সড়ক। যাই হোক, লোকেরা হয়তো বলতো তখন - "মেয়েটি বড্ড ভীতু রে বাবা, রাস্তা পারাপারের অভ্যস্ততা এখন ও হয় নি তবে" তাতে কি, বালিকা তো চায় অতোটুকুই - কেউ একজন ছুঁয়ে যাক হাতটি তার। খুব করে চেয়েছিল বালিকা কেউ একজন উঠে দাড়াতে সাহায্য করবে আকস্মিক হোচট খেয়ে পড়ে যাওয়ার পর। যাই হোক, লোকেরা হয়তো বলতো তখন - "হাই-হিল পরে হাটতে না পারলে কেন তবে ও জুতা পরে হাটার চেষ্টা" তাতে কি, বালিকা তো চায় অতোটুকুই - কেউ একজন যত্ন করে সাহায্য করুক তাকে। খুব করে চেয়েছিল বালিকা কেউ একজন কপালের অবাধ্য চুলগুলোকে শাসনের ছলে গুছিয়ে দিবে তার। যাই হোক, লোকেরা হয়তো বলতো তখন - "ছেটে কেন দিচ্ছ না চুলগুলো তোমার না ই বা যদি পারো চুলগুলো রাখতে গুছিয়ে" তাতে কি, বালিকা তো চায় অতোটুকুই - কেউ একজন শাসনের ছলে গুছিয়ে দিক চুলগুলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।