আমাদের কথা খুঁজে নিন

   

বালিকার দিন রাত্রি



১০৮_ বালিকার দিন রাত্রি স্মৃতির উঠানে ঝরানো বকুল। মালা গেঁথে অপেক্ষায় থাকে হারানো বালিকা। থুতনীর কালো তিলে অপেক্ষার বসতি। সুষমা ছড়ায় ঠোঁটের মূর্ছণা জেগে রয় বালিকা। আগুন রং উজ্জ্বলতায় আকাশে পূর্ণিমা।

ভালোবাসার সূদীর্ঘ রাত জেগে চেয়ে রয় বালিকা। কথাহীন নীরব নিথর সময় কাটে। ভালোবাসা ভালো নয় জেনে যায় বালিকা। সুতীব্র সম্মোহন তার মাঝে। সোনালী সময় চলে যায় অবহেলায় ঘুমায় বালিকা।

পড়ে থাকা পাখীর পালক এর দিকে তাকায় সে। পাখীর জন্য মন কেমন করে কষ্টে থাকে বালিকা। ঝমঝম বৃষ্টি তে ভেজা শ্রাবণ আসে। ভিজে যায় স্মৃতির উঠান কাঁদে বালিকা। বুকের ভিতরে সঞ্জীবনী ধারা থাকে।

আকাশ আলো করে মেঘেরা হাসে চোখ মোছে বালিকা। সবুজ ঘাসের বুকে খরগোস খেলা করে। হাতের মুঠোয় আকাশ কে ধরে রেখে হাসতে থাকে বালিকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।