আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্রোহীদের হটালো বাশারবাহিনী

সিরিয়ার রাজধানী দামেস্কে বিদ্রোহীদের দখলে থাকা একটি শহর এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। বিদ্রোহীদের সঙ্গে তুমুল সংঘর্ষের পর শহরটির নিয়ন্ত্রণ প্রেসিডেন্ট বাশার  আল-আসাদবাহিনী নিয়ে নেয় বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ও মানবাধিকারকর্মীরা।

রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে, এসবাইন পুরোপুরি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এবং ‘সন্ত্রাসীদের’ বিতাড়িত করা হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্কের নিকটে বিদ্রোহীদের জন্য গুরুত্বপূর্ণ স্থানগুলোর অন্যতম ছিল। এরইমধ্যে পরিদর্শকরা দুটি রাসায়নিক অস্ত্র উৎপাদন কেন্দ্রের মধ্যে একটির কথা নিশ্চিত করেছেন।

পরিদর্শকরা জানিয়েছেন, সিরিয়ার দেওয়া তথ্য অনুযায়ী ২৩টি কেন্দ্রের মধ্যে ২১টি যাচাই-বাছাই করেছেন কিন্তু দুটি কেন্দ্র যাওয়া খুবই বিপজ্জনক।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.