আজ ছিল বছরের শেষ আমাবষ্যা কাল মহালয়ার মাধ্যমে ঘট বসবে দেবী দূগ্রার মা দূর্গার এবং মা কালির কৃপায় শুভ হোক এবারের দূর্গোৎশব সবাইকে শারদীয় শুভেচ্ছা ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে প্রসাধন সামগ্রী উৎপাদনের অপরাধে রাজধানীর কেরাণীগঞ্জের বোটানিক অ্যারোমার চেয়ারম্যান ও পরিচালকসহ নয়জনকে কারাদণ্ডসহ এক লাখ টাকা করে জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ইকুরিয়ায় প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালিয়ে তাদের দণ্ডিত করা হয়। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এএইচএম আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে প্রসাধন সামগ্রী উৎপাদনের দায়ে বোটানিক অ্যারোমার চেয়ারম্যান আসাদুজ্জামান লিটন (৩৮), তার স্ত্রী প্রতিষ্ঠানটির পরিচালক ফেরদৌস বেগম (২৮) ও সুপারভাইজার আখতার বেপারীকে (২৪) দুই বছরের কারাদ- ও একলাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আসাদুজ্জামান লিটন বেসরকারি টেলিভিশন মাইটিভির উপদেষ্টা বলে তিনি জানান। এছাড়া কারখানার মহা-ব্যবস্থাপক এমএ হাসনাত ই রাব্বি (৪০), কর্মকর্তা আব্দুর রউফ (৩৪), নুরুল ইসলাম (৩৫), এমদাদুল হক (৩২), কর্মচারী অহিদুজ্জামান (১৮) ও আব্দুস সোবহানকে (৫০) এক লাখ টাকা করে জরিমানা করা হয়। আনোয়ার পাশা বলেন, বোটানিক অ্যারোমা তাদের প্রসাধন সামগ্রীতে মানবদেহের জন্য ক্ষতিকর পারদ ব্যবহার করে জনগণের সঙ্গে প্রতারণা করে আসছিল। অভিযোগের ভিত্তিতে র্যাব-১ এর একটি দল ওই কারখানায় অভিযান চালায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।