আমাদের কথা খুঁজে নিন

   

প্রতারণা

ভাল লাগে মানুষকে সৃস্টিকে প্রকৃতিকে

প্রতারণা কারো নয় কাম্য মিছে মিছে কেন করে প্রতারণা করে যারা তারাই জানে এর মর্মকথা । নামে প্রতারণা, কাজে প্রতারণা চলনে প্রতারণা বলনে প্রতারণা সবকিছুতেই প্রতারণার কুবাতাস উত্তাল হয়ে উঠেছে চারিদিকে । প্রতারণার উৎসদাতা কে? বড় জানতে ইচ্ছে করে স্বাথর্ক আবিস্কার তার নেই কোন নিরবতা তার । চলছে তো চলছেই - নেই কোন ক্লান্তি তার । বুক ফুলিয়ে মাথা উঁচু করে লাগামহীন ভাবে ছুটে চলেছে সমাজে- দেশে- সারা বিশ্বে কে রুখবে প্রতারণার এ ছুটে চলাকে? সবাই বলে প্রতারণা বড় মন্দ নিজের বেলায় সবাই অন্ধ প্রতারণাকে আলিঙ্গন করেও মিথ্যা স্বান্তনা শুধুই ছলনা দুর্বল বুলি------ ভেঙে ফেলবো প্রতারণার দুটি পা। কুবাতাস রুখবে এমন সাহস কার এ জনমে দেখবনা তাকে আর । হতাশ!! একদম না ছায়া মানেই আলোর উপস্থিতি আলোকিত হবে ম্লান হবে তখন ছায়ার কুকীর্তি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।