আমাদের কথা খুঁজে নিন

   

প্রতারণা



যখন নীরব হলো সব কিছুই ক্লান্তির বিষাদ থেকে মুক্ত, সেল ফোনে কথা বলা ফ্রি ফোন হাতে আসবে বারান্দায়। অপেক্ষিত ঘাতকের কবলে নিঃসন্দেহে সপে দিলাম নিজেকে, নাম্বারটাও ফ্রি রেখেছি সবার অজান্তে তোমার পছন্দের মিউজিক বাজবে। চাঁদ সরে যাচ্ছে পশ্চিমাকাশে আলোর প্রবণতা বাড়তে লাগল তবুও দৃষ্টি সরাতে চাইনা অপেক্ষা শুধু বারান্দায় আসবে। অন্ধকার শেষে আলোর আগমন যেখানে দাঁড়িয়ে আছি শহরটা আরো স্পষ্ট হতে লাগল একটানা পাঁচ ঘণ্টা দন্ডায়মান। হঠাৎ তোমার পাশের কক্ষ থেকে বেরিয়ে এল এক বিহঙ্গী দেখতে ঠিক যেন তুমি যেখানে তোমার থাকার কথা নয়। তুমিই বলে ছিলে একদিন ও ঘরে থাকে নয়ন, যাকে আশ্রয় দিয়েছে বাবা ভীষণ অসহায় ছেলেটা। বহুবার চেষ্টার পর রিসিভ করতেই "হেলো তুমি দেখছি এখনো দাঁড়ানো একটু দাঁড়াও তোমার কাছে আসছি" দেখা যায় আমাকে? সে কি এলোমেলো চুল দূর্বল চোখ যেন এখানেই ঘুমাবে রাত জেগেছ কিন্তু কথা বলনি তবে কি ও ঘরে তুমিই? প্রতি উত্তর অশ্রু সিক্ত দুচোখে বিশ্বাস কর আমি যেতে চাইনি জানতাম না এভাবে আঁটকাবে ভালবাসি বলে আরো কিছু চাইবে। ক্ষমা কর ! ক্ষমা কর! এরকম ভুল আর হবেনা, বিশ্বাস করতে পার আমার অস্তিত্বকে আজন্ম প্রেম দেব তোমাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।