আমাদের কথা খুঁজে নিন

   

মহিলা দল নেতাসহ নিহত ১১

কুমিল্লায় সিএনজি অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে মহিলা দল নেতাসহ দুজন নিহত হয়েছেন। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় মাদারীপুরে ৩ জন, মৌলভীবাজারে হোটেল শ্রমিকসহ দুজন এবং দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ ও সিলেটে মারা গেছেন একজন করে। প্রতিনিধিদের পাঠানো খবর-

কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গাজীপুরে গৌরীপুরগামী সিএনজি অটোরিকশাকে বিপরীতগামী কাভার্ডভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোযাত্রী পৌর মহিলা দলের সহ-সভাপতি শাহানাজ নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন। এদিকে দাউদকান্দির রায়পুরায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন পিকআপ চালক আবুল কালাম। মাদারীপুর : ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার কালীবাড়ি নামক স্থানে গতকাল সন্ধ্যা ৭টার দিকে ট্রাক ও মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন রাজৈরের মোল্লাকান্দি গ্রামের আক্তার (৩০) ও পশ্চিম রাজৈর গ্রামের নজরুল (৩০) ও জালাল (২৭)।

মৌলভীবাজার : শহরের ওয়াপদা এলাকায় শনিবার রাতে বাসচাপায় হোটেলের শ্রমিক সেলিম আহমদ নিহত হয়েছেন। সেলিম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মনির মিয়ার ছেলে। অন্যদিকে গতকাল সদর উপজেলায় বাসের ধাক্কায় মারা গেছেন সবজান বিবি নামে এক পথচারী। তিনি উপজেলার আড়াইহাল গ্রামের আবদুর রউফের স্ত্রী। বগুড়া : ঢাকা-বগুড়া মহাসড়কের ছিলিমপুরে গতকাল ট্রাকচাপায় নূর আলম নামের এক যুবক নিহত হয়েছেন। বাইসাইকেলে ছিলিমপুর পল্লীবিদ্যুৎ অফিসে আসার পথে ট্রাকচাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দিনাজপুর : শহরের জয়নগর বাজার মোড়ে গতকাল ইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় পথচারী নাজমুল হক নিহত হয়েছেন। নিজ বাড়ি থেকে জয়নগর বাজারের মহাসড়ক পার হওয়ার সময় ভটভটির ধাক্কায় আহত হন তিনি। রংপুর মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের মহারাজপুর মেলার মোড়ে সড়ক দুর্ঘটনায় টুটু মণ্ডল নামে একজন নিহত হয়েছেন। পুলিশ লাশ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সিলেট : বিয়ানীবাজার উপজেলায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় জুয়েল আহমদ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। জুয়েল কানাইঘাট উপজেলার খালোপাড় গ্রামের ব্যবসায়ী আবদুল গনির ছেলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.