আমাদের কথা খুঁজে নিন

   

মালয়েশিয়াগামী ২১১ যাত্রী আটক

কঙ্বাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের কাছ থেকে সমুদ্রপথে দুটি ট্রলারে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ২১১ জন যাত্রীকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। গতকাল সকাল ৯টায় দুটি ট্রলারসহ তাদের আটক করা হয়।

কোস্টগার্ড টেকনাফ সেন্টমার্টিন দ্বীপের স্টেশন কমান্ডার লে. এম আরিফ হোসেন জানান, টেকনাফ থেকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় নারীসহ ২১১ জন যাত্রীকে আটক করা হয়েছে। এদের মধ্যে মিয়ানমারের ৫৮ জন পুরুষ ও ২০ মহিলা রয়েছে। অবশিষ্ট ১৩৩ জন বাংলাদেশি নাগরিক। তারা নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানের বাসিন্দা বলে কোস্টগার্ড সূত্রে জানা গেছে। সূত্র জানায়, ঢাকা ও টেকনাফের কিছু দালাল কম টাকায় সাগর পথে মালয়েশিয়া পেঁৗছে দেওয়ার কথা বলে তাদের কঙ্বাজারের টেকনাফে নিয়ে আসে। পরে টেকনাফ থেকে ট্রলারে করে মালয়েশিয়া যাচ্ছিল আটককৃতরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.