নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত ৬০ ঘণ্টাব্যাপী নরসিংদী, কিশোরগঞ্জ, কুমিল্লা এবং গাজীপুরে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, রাসেল, জাহিদ মেহেদী ওরফে অনিক, রানা মিয়া, খলিল মিয়া, রায়হান পাঠান, জাহিদ হাসান, মামুন, মহসিন মেম্বার, কবির সরকার ও এমরানসহ ১১ জন। গতকাল পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। অপরদিকে মনোহরদী থানার ওসি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের একটি পরিত্যক্ত পুকুরে বিক্রির জন্য লুকিয়ে রাখা লুট করা ১১টি গরু উদ্ধার করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।