একটা গাড়ী খুজছি , ব্যাক টু দ্য ফিউচারে যাওয়ার গাড়ীটা খুজছি / তথ্যের অংক , যুক্তির জ্যামিতি
মুক্তিযুদ্ধ কেন অনিবার্য ছিলো ? রাজনীতি - অর্থনীতি না বর্ণবাদ ?
ব্যক্তিগতভাবে অনেক দিন আমার সন্দেহ ছিলো পাকিস্তানের সাথে আমাদের কোনদিনও ভ্রাতৃত্বের সম্পর্ক ছিলোনা।
বরন্চ্ঞ কেন জানি বার বার মনে হতো পাকিস্তানীরা বাঙালীদের নিম্নবর্ন মনে করতো।
আজ আমার আর সেই সন্দেহ নাই।
অর্থনৈতিক বৈষম্য , রাজনৈতিক বৈষম্য ভারতের বিভিন্ন প্রদেশের ভেতরেও আছে। তাই বলে তারা স্বাধীনতা কামী নয় , ভারত থেকে বিচ্ছিন্ন হতে চায়না।
নীচের ক্লিপটি দেখুনঃ
কুকুরের বাচ্চারা বাংলাদেশিদের কে কোন চোখে দেখে?
এতদিন শুধু খেলার আনন্দে পাকিস্তানকে ক্রিকেটে সমর্থন করতাম।
আজ থেকে থুথু।
শেখ মুজিবের সহচর সৈয়দ নজরুল ইসলাম সম্পর্কে তার মেয়ে এবং মেয়ে জামাইয়ের ভাষ্যে প্রথম আলোতে শুনে ছিলাম- সৈয়দ নজরুল ইসলাম সিএসপি অফিসার ছিলেন। করাচীতে কর্মরত ছিলেন। একদিন তার পাকিস্তানী উর্ধ্বতন পাকিস্তানী অফিসার তাকে রূমে ডেকে পাঠান অফিসিয়াল প্রয়োজনে , কিন্তু সৌজন্যতা দেখিয়ে বসতে বলেননি।
সেই আত্নসম্মানবোধের গ্লানি থেকে সরকারী চাকুরী ইস্তফা দেন।
ঐ একই আত্নসম্মানবোধ আমাদেরও জেগে ওঠার সময় এসেছে।
কৃতজ্ঞতা স্বীকার: মুরুব্বী নিক ধারী ১জন ব্লগার যার মাধ্যমে বিষয়টা চোখে পড়ে। কিন্তু তার পোস্টটি অনেকেরই চোখে পড়েনি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।