আমাদের কথা খুঁজে নিন

   

জনৈক বন্ধুর অনুরোধে TVI নিয়ে কিছু কথা।

আমার লেখালেখি এবং চিন্তাভাবনা নিয়েই আমার ব্লগ।

Hi dear, Thanks for your query. টিভিআই এর ট্রাভেল এন্ড আর্ন হোম বিজনেস অপারচুনিটিতে আপনাকে স্বাগতম। টিভিআই যুক্তরাজ্য ভিত্তিক একটি ডাইরেক্ট সেলিং কোম্পানী। 2009 সালের জানুয়ারী মাসে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। এ পর্যন্ত বিশ্বের 150 টিরও অধিক দেশে এই কোম্পানীর ব্যবসা ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশে এ প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয় ২০১০ সালের জুন মাসের দিকে। বর্তমানে বাংলাদেশে এই কোম্পানীর মেম্বার সংখ্যা ১ লক্ষ ছুঁই ছুঁই করছে। চলতি মাসের (ফেব্রুয়ারী ২০১১) যে কোন সুবিধাজনক সময়ে বাংলাদেশ অফিসের শুভ উদ্বোধন হবে। টিভিআই খুব সহজ সিস্টেম ফলো করে ব্যবসা করে থাকে। আগ্রহী যে কোন ব্যক্তি এই কোম্পানীর মেম্বার/ডিস্ট্রিবিউটর হতে পারে।

21500 টাকা দিয়ে ডিস্ট্রিবিউটর হয়ে আপনি পাবেন বিশ্বজুড়ে লক্ষাধিক 3-5 স্টার মানের হোটেলে 3 রাত ৪ দিন অথবা রিসোর্টে ৭ রাত ৮ দিন অবকাশ যাপনের সুবিধা। সেই সাথে পাবেন এক অসাধারণ ইনকাম অপারচুনিটি। আপনি ২টি প্যাকেজ বিক্রয় করতে পারলে কোম্পানী আপনাকে 500 ডলার তথা 43000 টাকা কমিশন হিসেবে প্রদান করবে বিশেষ একটা সিস্টেমের মাধ্যমে। পরবর্তীতে আপনার মাধ্যমে জয়েন করা ২ জন মেম্বার অথবা তাদের ডাউন লাইনের ২ জন ৫০০ ডলার কমিশন পেলে আপনি পাবেন 10000 ডলার কমিশনের সুযোগ। নির্দিষ্ট নিয়মে এক্সপ্রেস বোর্ড কোয়ালিফাই করার মাধ্যমে আপনি সেই সুযোগ পাবেন।

তেমনিভাবে আপনার ডাউন লাইন যত শক্তিশালী হবে আপনি ততবার 10000 ডলার করে কমিশন প্রাপ্তির সুযোগ পাবেন। এছাড়াও পাবেন বিভিন্ন ইনসেনটিভ ও রেসিডুয়াল ইনকামের সুযোগ। ইনকাম সিস্টেমটি দুটো বোর্ডের মাধ্যমে হয়ে থাকে। বোর্ড দুটো হলো : * Traveler Board * Express Board Traveler বোর্ড কোয়ালিফাইং এর মাধ্যমে আপনি পাবেন 500 ডলার। এই বোর্ডের নমুনা নিম্নরূপ : লেভেল-৪ = ১ জন লেভেল-৩= ২ জন লেভেল-২ = ৪ জন লেভেল-১ = ৮ জন লেভেল ২-৪ সব সময় পূর্ণ থাকে এবং লেভেল-১ খালি থাকে।

লেভেল ২-৪ এ অবস্থিত মেম্বারদের মাধ্যমে লেভেল ১ পূর্ণ হলে লেভেল ৪ এ অবস্থিত মেম্বার 500 ডলার কমিশন পায় এবং বোর্ডটি ২টি সমান ভাগে বিভক্ত হয়। এ ক্ষেত্রে লেভেল ১ এর ৮ জন্ ২ বোর্ডের লেভেল ২ তে উন্নীত হয়, লেভেল ২ এর ৪ জন ২ বোর্ডের লেভেল ৩ এবং লেভেল ৩ এর ২ জন ২ বোর্ডের লেভেল ১-এ উন্নীত হয়। এভাবেই নতুন ১ জন মেম্বার ২টি সেল এর মাধ্যমে কয়েক ধাপে বোর্ড আউট হয়ে 500 ডলারের পেমেন্ট পায়। লেভেল ৪ কোয়ালিফাই করে একজন মেম্বার সিলভার এসোসিয়েট হয়ে যায় এবং এক্সপ্রেস বোর্ড এর লেভেল ১ এ অবস্থান করে। ঠিক ট্রাভেলার বোর্ড এর মত এক্সপ্রেস বোর্ড এ অবস্থিত মেম্বার এর ডাউন লাইনে ২ জন 500 ডলার পেলে উক্ত মেম্বার ১০০০০ ডলার পাওয়ার উপযুক্ত হয় এবং এক্সপ্রেস বোর্ড কোয়ালিফাই করে ১০০০০ ডলার এর পেমেন্ট পায়।

পরবর্তীতে উক্ত মেম্বার গোল্ড এসোসিয়েট হয়ে আরেকটি এক্সপ্রেস বোর্ড-এর লেভেল-১ অবস্থান নেয়। এভাবেই আবার ডাউন লাইনের ২ জন গোল্ড মেম্বার হলে উক্ত মেম্বার ডায়মন্ড এসোসিয়েট হয়। এভাবে ডাউন লাইন যত শক্তিশালী হবে ততই ১০০০০ পাওয়ার সম্ভাবনা জোরদার হয়। প্রোগ্রামটি একটি গ্রুপ ওয়ার্ক। গ্রুপ যত শক্তিশালী হবে নিজের অবস্থান ততই ভালো হবে।

আরো বিস্তারিত জানতে হলে এক টেবিলে বসে কথা বললে খুব ভালো হয়। আরো বিস্তারিতভাবে বিষয়টি বোঝানো যাবে। আপনাকে অনেক ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.