আমাদের কথা খুঁজে নিন

   

পথিক

জীবন চলে নিজের গতিতে ......

তুমি জৈষ্ঠ্যের খররৌদ্র হতে পারো কিন্তু আমি তৃষ্ণার্ত কাকটি নই যে, আমি আকাশ পানে চেয়ে হাহুতাশ করব। তুমি কালবৈশাখির হাওয়া নও বা আমি দুর্বল গুল্মটি নই যে, তোমার উন্মত্ততায় আমি নুইয়ে পড়ব, তবুও তোমার কোমল স্পর্শ আমার ভালো লাগে । তুমি কলের চাবি বা আমি কলের পুতুল কোনটিই নয় যে তোমার একটিমাত্র দোলনে আমি সহস্রবার আন্দোলিত হব, তবুও তোমার প্রতিটি দোলন আমাকে ছুঁয়ে যায় । তুমি কৌতুক অভিনেতা নও বা আমি উন্মুখ হয়ে বসে থাকা কোন শ্রোতা নই যে তোমার প্রতিটি কথায় আমি হেসে কুটিকুটি হব তবে তোমার কথা আমার ভালো লাগে । আমি চাতক হতে পারি, নব বৃষ্টির অপেক্ষায় আমি জীবন বিসর্জন দিতে পারি, মেঘ আমার ভালো লাঘতে পারে আমি অপেক্ষায় থাকতে পারি তার কিন্তু আমার আমিকে যে আমি ছাড়তে পারি না। সবশেষে তোমার পিচঢালা কালো কুচকুচে চাঁদোয়ায় আমি মিশে একাকার হতে চাই ।। হে পথ, আমি তোমাতেই থাকতে চাই, নেবে না তুমি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।