আমাদের কথা খুঁজে নিন

   

তদন্ত কমিটি থেকে সাভারের ইউএনও বাদ

সাভারে রানা প্লাজা ধসে পড়ার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি থেকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবীর হোসেন সরদারকে বাদ দেওয়া হয়েছে।
কমিটির সদস্য সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান।
সাঈদ মাহমুদ বলেন, তদন্ত কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটি থেকে ইউএনওকে বাদ দিয়ে ঢাকা জেলা প্রশাসনের একজন প্রতিনিধিকে যুক্ত করা হয়েছে।
ভবনধসের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইনুদ্দিন খন্দকারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

এ ছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ও একটি তদন্ত কমিটি গঠন করেছে।
রানা প্লাজা ধসে পড়ার আগের দিন গত মঙ্গলবার সকাল ১০টার দিকে তৃতীয় তলায় ফাটল দেখে বিভিন্ন তলায় কর্মরত শ্রমিকেরা আতঙ্কে বেরিয়ে যান। একপর্যায়ে সব কয়টি কারখানা ছুটি ঘোষণা করা হয়। দ্বিতীয় তলায় অবস্থিত ব্র্যাক ব্যাংকও অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়। তবে প্রথম ও দ্বিতীয় তলার সব ব্যবসাপ্রতিষ্ঠান খোলা ছিল।

খবর পেয়ে গত মঙ্গলবার বিকেলে সাভারের ইউএনও কবীর হোসেন সরদার ভবনটি পরিদর্শন করেন।
সাংবাদিকদের ইউএনও বলেন, ‘ভবনটি ধসে পড়ার মতো কোনো কারণ এ মুহূর্তে দেখা যাচ্ছে না। ’ ভবন ধসে পড়ার পর গত বুধবার এ ব্যাপারে জানতে চাইলে কবীর হোসেন বলেন, ‘তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ’।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.