মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের এক কর্মকর্তার অনিয়ম, দুর্নীতি এবং স্বজনপ্রীতির প্রতিবাদে ওই ডিপো থেকে জ্বালানি তেল ও এলপি গ্যাস উত্তোলন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন ডিলারা। গতকাল সকাল থেকে জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহে নিয়োজিত চারটি সংগঠন এ ধর্মঘট শুরু করেছে। পাশাপাশি ধর্মঘটী সংগঠনের নেতা-কর্মীরা গতকাল দিনভর মেঘনা ডিপোর সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। জানা যায়, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক এ কে এম আক্তার কামাল চৌধুরী ডিপোর তালিকাভুক্ত ডিলারদের বাদ দিয়ে নিজের পছন্দের লোকদের সরকারি এলপি গ্যাস সরবরাহ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এর প্রতিবাদ করায় ডিপোর তালিকাভুক্ত ডিলারদের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।