আমাদের কথা খুঁজে নিন

   

বাফুফে আর কী করবে

আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের ব্যর্থতার পেছনে মূল কারণ ছিল দুর্বল প্রস্তুতি। টুর্নামেন্ট শুরুর আগে কোনোভাবে প্রশিক্ষণ নিয়ে ফুটবলারদের মাঠে নামান হতো। এবার যদি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ভরাডুবি ঘটে তাহলে কিন্তু প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন উঠার সুযোগ নেই। লক্ষ্য করলে দেখা যাবে বাফুফে সাফে ভালো ফলাফল করার লক্ষ্যে সাধ্যমতো সবকিছুই করছে। ৩১ আগস্ট থেকে টুর্নামেন্টের পর্দা উঠবে।

কিন্তু বাংলাদেশের প্রশিক্ষণ শুরু হয়েছে অনেক আগে থেকেই। দুই মাস আগে থেকে প্রস্তুতি আর কখনো হয়নি। ফুটবলে মান বাড়াতে নেদারল্যান্ড থেকে যোগ্য প্রশিক্ষকও দেওয়া হয়েছে। সহকারী হিসেবে থাকছেন আরেক ডাচ কোচ। শুধু কি তাই ফুটবলারদের ফিটনেস বাড়াতে এবারই প্রথম বিদেশি ফিজিও নিয়োগ দেওয়া হয়েছে।

সর্বশেষ যোগ দিয়েছেন ডাচ গোলরক্ষক প্রশিক্ষক। খেলোয়াড়দের অভিযোগ ছিল টুর্নামেন্টে নামার আগে তাদের প্রস্তুতি ম্যাচ খেলানো হয় না। সত্যি বলতে কি ভালো ফলাফলের জন্য প্রস্তুতি ম্যাচ খেলানোটা খুবই জরুরি। অথচ বাফুফে এই ব্যাপারটি কোনোভাবেই গুরুত্ব দেয়নি। কোনোমতে প্রস্তুতি করিয়ে দায়িত্ব শেষ করত তারা।

এতে ফুটবলাররা যতটা না সমালোচিত হয়েছিল তার চেয়ে বেশি বিতর্কিত হয়েছিলেন সালাউদ্দিন। কারণ ফুটবলপ্রেমীদের একটাই কথা এমন অপ্রস্তুত অবস্থায় দলকে পাঠান হলো কীভাবে? এ থেকে উপলব্ধি জাগে বাফুফের সভাপতির। কোচও খোঁজা শুরু করে দেন তিনি, অনেক বিদেশি কোচের সঙ্গে কথা হয়েছে তার কিন্তু তাদের সঙ্গে বনিবনা না হওয়াতে যোগ্য কোচ মিলছিল না। শেষ পর্যন্ত সন্ধান পান দুই ডাচ নাগরিক লোডডিক ক্রুইফ ও রেনে কোস্টারের। ইচ্ছা করলে তিনি একজনকে বেছে নিতে পারতেন।

কিন্তু তৃণ পর্যায়ের কথা ভেবে রেনে কোস্টারকে বেছে নেন। ডাচরা পুরোপুরি প্রফেশনাল এটা সালাউদ্দিনের অজানা ছিল না। তাই তিনি জানতেন প্রশিক্ষকের দায়িত্ব পেলে দুইজনই অনেক কিছুই চাইবেন। ফিজিও গোলরক্ষক প্রশিক্ষক চাওয়াতে তিনি আর না করতে পারেননি। তাছাড়া টোটাল ফুটবলে ফিজিও আর গোলরক্ষক প্রশিক্ষক থাকাটা জরুরি।

প্রশিক্ষণের পাশাপাশি খেলোয়াড়রা ব্যায়ামে অভ্যস্ত ছিল না বলে প্রথমে সবার একটু কষ্ট হয়েছিল ঠিকই। এখন কিন্তু খেলোয়াড়রা বলছেন এ ধরনের প্রস্তুতি তাদের উপকারে এসেছে। এরপর আবার লোকাল দলের পাশাপাশি থাইল্যান্ডেও অনুশীলন ম্যাচ খেলানো হয়েছে।

পাকিস্তান ট্যুর বাতিল করাতে ফুটলাররা কিছুটা হতাশই হয়েছিলেন। সাফে দুই দলই একই গ্রুপে পড়েছে।

নেপালে যাওয়ার আগে তাদের সঙ্গে খেলতে পারলে প্রস্তুতি সম্পর্কে ভালো ধারণা পাওয়া যেত। অনেকে ভেবেছিলেন পাকিস্তান না আসাতে নেপালে যাওয়ার আগে বিদেশি দলের সঙ্গে ম্যাচ খেলা হবে না। ঢাকায় বাছাই একাদশের বিপক্ষে ম্যাচ খেলে সন্তুষ্ট থাকতে হবে। অথচ পাকিস্তান আসছে না এটা নিশ্চিত হওয়ার পরই সালাউদ্দিন মালয়েশিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ শুরু করে দেয়, কারণ সেখানে যদি কারোর বিপক্ষে ম্যাচ খেলানো যায়। সংগঠক হিসেবে সালাউদ্দিনের দক্ষতার পরিচয় এতেই পাওয়া যায়।

অনুরোধ করার পর মালয়েশিয়া সালাউদ্দিনকে আর না করতে পারেনি। ম্যাচ একটা তবে প্রতিপক্ষ হিসেবে যাকে পেয়েছে তা ভাগ্যের ব্যাপার। ২০ আগস্ট মালয়েশিয়া যাবে বাংলাদেশ। ২২ আগস্ট কুয়ালালামপুরে মুখোমুখি হবে মালয়েশিয়া অনূধর্ব-২৩ দলের বিপক্ষে। যেখানে জাতীয় দলের ২/৩ জন খেলোয়াড় থাকবে।

সুতরাং পাকিস্তানের সঙ্গে না খেলাতে ফুটবলারদের এখন আফসোস থাকার কথা নয়। ক্রুইফের শিষ্যরা নেপালে রওনা দেবে ২৪ কিংবা ২৫ আগস্ট। তার আগে শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। আজও ঢাকায় আরেকটি অনুশীলন ম্যাচ খেলার কথা। শোনা যাচ্ছে, এ ম্যাচ দেখে ক্রুইফ চূড়ান্ত দল ঘোষণা করতে পারেন।

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ কি করবে সেটা বলা মুশকিল।

কিন্তু বাফুফে কিন্তু সবকিছুই করেছে এবার। খোঁজ নিয়ে দেখা যাবে চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া অন্য দলগুলোও এমনভাবে প্রস্তুতি নিতে পারেনি। ভারতীয় মিডিয়া কিন্তু সতর্ক করে উল্লেখ করছে বাংলাদেশ এবার সবরকম প্রস্তুতি নিয়ে আসছে গ্রুপ ম্যাচে তাদের বিরুদ্ধে লড়তে। সুতরাং সাবধান না থাকলে বিপর্যয় নিশ্চিত।

এবারে বাংলাদেশের প্রস্তুতি ভালো হলেও মঙ্গলবার বাফুফে একাদশের বিপক্ষে এমিলিদের পারফরমেন্স দেখে কোচ ক্রুইফ ক্ষুব্ধ। শেষ মুহূর্তে যদি এই খেলা খেলে তাহলে মূল লড়াইয়ে লড়বে কীভাবে। বাফুফে তার সাধ্যমতো সবকিছুই করেছে। এরপরও যদি ভরাডুবির পুনরাবৃত্তি ঘটে তাহলে তো ফুটবলকে ঘিরে আর কোনো স্বপ্ন দেখাই ঠিক হবে না।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.