আমাদের কথা খুঁজে নিন

   

বাফুফে ও বিসিবির সাবেক সহ-সভাপতির জীবনাবসান

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় রাজধানীর কমফোর্ট হাসপাতালে মারা গেছেন তিনি। দীর্ঘদিন কিডনিজনিত রোগে ভোগা গোলাম রসুলের বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বেলা ৩টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম জানাজা ও বাদ আসর শান্তিনগর আমিনবাগ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে শাহজাহানপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। বাফুফে ও বিসিবির সহ-সভাপতি ছাড়াও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য ও ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন গোলাম রসুল। এই বরেণ্য ক্রীড়া সংগঠকের মৃত্যুতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.