আমাদের কথা খুঁজে নিন

   

প্রশাসন!!!!!

অনেক স্বপ্ন মনে ধরে,বার বার গিয়েছি হারিয়ে,কিন্তু ভুল করে ,প্রতিবারই এসেছি ফিরে।

আমি জানিনা আমাদের প্রশাসন এমন কেন?আমি বলছি আমাদের চুয়েট এর প্রশাসন এর কথা। আমি চুয়েট এর তড়িৎ কৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। আগামীকাল আমাদের ক্লাস শেষ পার্টি হবার কথা। এতদিন সব ঠিক ঠাক ই ছিল।

আগে থেকেই ডিপার্টমেন্টের হেড এর কাছ থেকে পারমিশন নেয়া ছিল। কিন্তু আজ হঠাৎ করে আমাদের হেড ডেকে বলল যে আমরা কাল পার্টি করতে পারছি না। আমাদের সব আয়োজন শেষের দিকে। এখন তিনি এটা কি করে বলেন। আমাদের ইচ্ছে ছিল আমাদের এক প্রবীন শিক্ষককে আমরা বিদায়ী সংবর্ধনা দিব।

কিন্তু আমাদের হেড বলে দিয়েছে এটা আমরা করতে পারবনা। পরে কোনো এক সময় দেয়ার জন্য। আমাদের ক্রেস্ট,শ্রদ্ধাঙ্গলি সব বানানো শেষ। আমি জানিনা ইউনিভার্সিটি এর টিচাররা কেনো এমন হয়। তারা কি কখনোও আমাদের বুঝতে চেষ্টা করবেন না।

আমাদের গত চারটি বছর ধরে তারা সবসময় আমাদের সাথে এমন করেছেন। আমরা তাদেরকে সম্মান করেছি। এখন ও করি। কিন্তু আমাদের জাবার বেলায় আমাদের কি তাদের সহযোগিতা করা উচিত না?আমাদের ইউনিভার্সিটি জীবন এর শেষ স্মৃতিটুকুও কি তাদের যন্ত্রনা থেকে রেহাই পাব না। স্যার প্লীজ আমাদের বুঝার বুঝার চেষ্টা করবেন।

আমরা আপনাদের ছেলের মত,কারো ভাই এর মত। আমার মনে হই বাংলাদেশের সব ইউনিভার্সিটি তে এই সমস্যা হয়। আমাদের বন্ধুর মত দেখলে আমরাও বন্ধুর মতই আপনাকে মর্যাদা দিতে জানব। আশা করি দোয়া পাব সকলের কাছ থেকে জেনো ক্লাস পার্টিটি করতে পারি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.