আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....!
এই একটা কথা আমি অনেককে বলেছি।
কেউ বিশ্বাস করেনি
অনেকেই হেসেছে বিদ্রুপের হাসি।
কেই বলেছে পুরান মালের আমদানি।
বিশ্বাসতো করেইনি উল্টো
উল্টো কথা বলেছে।
আমি সত্যি বলছি
কেউ বোঝে না
কেউ তা বোঝে না।
বলে ভন্ডামি, নতুন ভং।
জীবন নিয়ে ঢং।
হেসে হেসে মিছা মিছি।
আমি সত্যি মানুষ নই।
হয় অমানুষ
নয় মানুষের উর্ধ্বে..!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।