আমাদের কথা খুঁজে নিন

   

জঙ্গিদের আলোচনার আহবান জানালেন নওয়াজ

পাকিস্তানে সহিংসতা ও রক্তপাত বন্ধ করতে জঙ্গিদের সরকারের সঙ্গে সংলাপে বসার আহবান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গত মে মাসের নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর সোমবার জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে তিনি এ আহ্বান জানান। টানা এক ঘণ্টার ভাষণে তিনি পাকিস্তানের অসংখ্য সমস্যার ওপর আলোকপাত করেন। ওই ভাষণে তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে যারা চরমপন্থার দিকে ঝুঁকে পড়েছে তাদের সবাইকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। কিন্তু জঙ্গিরা এ আহবান প্রত্যাখ্যান করলে 'পুরো শক্তি প্রয়োগ করে' সরকার জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে নামবে বলেও সতর্ক করেন নওয়াজ।

তবে দেশের বিশাল বাজেট ঘাটতি, বিদ্যুতের ভয়াবহ সংকট, সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ঠেকাতে তার সরকার ঠিক কি কি পরিকল্পনা নিয়েছে তা স্পষ্ট করতে পারেননি নওয়াজ শরিফ। প্রধানমন্ত্রী বলেন, নিরপরাধ মানুষের প্রাণহানি রোধ করার উপায় খুঁজে বের করতেই হবে। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওতে একযোগে সম্প্রচারিত ভাষণে নওয়াজ বলেন, সন্ত্রাসবাদ ও অর্থনৈতিক সংকট সমাধানের উপায় নিয়ে তিনি সব রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা করবেন। তিনি বলেন, শুধু রাজনৈতিক দলগুলোর পক্ষে এসব সমস্যার সমাধান করা সম্ভব নয়। এদিকে পাকিস্তান মুসলিম লীগ-এন (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ 'জঙ্গি হুমকি' মোকাবিলায় ব্যর্থতার জন্য দেশের বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর ব্যর্থতাকে দায়ী করেছেন।

দ্য ডন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.