আমাদের কথা খুঁজে নিন

   

'জঙ্গিদের ভাগ্যে যা হবে, আপনার ভাগ্যেও তা হবে'

বিরোধী দলীয় নেত্রী বেগম জিয়াকে উদ্দেশ্য করে জাসদ সভাপতি ও নির্বাচনকালীন সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আপনি যদি জঙ্গিবাদের সঙ্গ ত্যাগ না করেন, তাহলে জঙ্গিদের ভাগ্যে যা হবে, আপনার ভাগ্যেও তা হবে। আজ মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, আমরা নির্বাচন চাই তাই জনগণের অধিকার, সংবিধান রক্ষা, জঙ্গিবাদ দমনের উদ্যোগ নিয়েছি, আর খালেদা জিয়া নির্বাচন বানচাল, জনগণের অধিকার বর্জন, সংবিধান ধ্বংস, জঙ্গি বাঁচানোর চেষ্টা করছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচনকালীন সরকারের গণপূর্তমন্ত্রী আমির হোসেন আমু, ড. আব্দুর রাজ্জাক, সভাপতিমণ্ডলীর সদস্য মোহম্মদ নাসিম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) আহ্বায়ক রেজাউর রশিদ প্রমুখ। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.