আমাদের কথা খুঁজে নিন

   

জঙ্গিদের ভয়ে বাড়িছাড়া কায়ানি

পাকিস্তানের সাবেক সেনাপ্রধান আশফাক পারভেজ কায়ানি জঙ্গিদের ভয়ে তাঁর অবসরকালীন বাড়ি ত্যাগে বাধ্য হয়েছেন। গতকাল শুক্রবার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে আজ শনিবার বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে এ তথ্য জানানো হয়।
খবরে বলা হয়, নিরাপত্তা হুমকির কারণে কায়ানি তাঁর নবনির্মিত অবসরকালীন বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। একই সঙ্গে তিনি কড়া নিরাপত্তায় ঘেরা একটি সেনা ভবনের কাছে বাস করার সিদ্ধান্ত নিয়েছেন।
চাকরিতে থাকা অবস্থায় কায়ানির পরিকল্পনা ছিল ইসলামাবাদের প্রতিরক্ষা হাউজিং কর্তৃপক্ষের আবাসিক এলাকায় অবসর জীবন কাটানোর। এ জন্য তিনি সেখানে একটি চমত্কার বাড়িও তৈরি করেন।
নিরাপত্তা বিশেষজ্ঞদের বরাত দিয়ে দ্য ডন পত্রিকার প্রতিবেদনে বলা হয়, বাড়িটির অবস্থান নিরাপত্তার জন্য অনুকূল নয়।
এর পরিপ্রেক্ষিতে অবসরে যাওয়ার কয়েক মাস আগে নিরাপত্তায় ঘেরা একটি সেনা ভবনের কাছে নতুন একটি বাড়ির নির্মাণকাজ শুরু করেছেন কায়ানি।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.