আজ প্রতি নিয়ত পত্রিকার পাতা উল্টালে যে খবর টি সামনে আনস তার মধ্যে অন্যতম প্রধান শিরোনাম
প্রায় সকল শিক্ষাঙ্গনে চলছে চাঁদাবাজি ,ভর্তি বাণিজ্য, দলীয় কোন্দলে সাধারন ছাত্রের প্রাণহানির মত সাংঘাতিক ভয়াবহ ঘটনা । পড়ালেখার পরিবেশ যেন আজ চোখেই পরে না ।
আর পরিবেশের সংগা যদি হয় -- আমাদের চারপাশে যাকিছু আছে তাই নিয়ে পরিবেশ ।
শিক্ষাঙ্গন গুলোতে গেলে চোখে ভাসে প্রভাবশালী ছাত্র সংগঠনের নেতা রাত জাগা লাল চোখ , আয়েসী ভঙ্গি , বই কলমের, বালাই নেই মুখে সিগারেটের ধোঁয়া ,
আর শ্রেনী কক্ষে ছাত্ররা প্রধান ভুমিকায় আছেন । হচ্ছে নিয়মিত শিক্ষক লাঞ্ছিত দেখার আছে অনেকেই আর এই কাজের জন্য আজ বাহবা দেওয়ার মত লোক ও খোজে পাওয়া যায় ।
দূর্ভাগ্য জাতির মত যারা শিক্ষকদের লাঞ্ছিত করে তাদের প্রতিরোধ করার মত কেউ নেই ????
পূজার টাকা গুলো যায় ছাত্রনেতাদের পকেটে আর মিলাদ মাহফিলের টাকার কথা না হয় বাদ ই দিলাম ।
কলেজের উন্নয়নের টাকা দিয়ে আয়োজন হয় পিকনিকের ।
ব্যক্তিগত প্রতিহিংসা পরায়ণ হয়ে ই হোক আর আদর্শ দিক দিয়ে পিছিয়ে ই হোক একই ক্লাশের সহপাঠির গায়েও হাত ঊঠাতে সিদ্ধহস্ত।
এদের ঠেকানোর লোকের আজ বড়ই অভাব ?????
আজকের বিডি নিউজ টি শুধু আজকের জন্য ই নয় কমপক্ষে হলেও মনে হয় ২৫ বছর ধরে চলছে
ব্যবসীয়া
শুধু পার্থক্য এটটুকু ক্যাম্পাস ভিন্ন
জাতির মাথা গুলো রক্ষা করবে কে
মেধা গুলো অকালেই খসে পরে
জাতির বিবেকেরা আজ কোথায়
মেধা গুলো রক্ষার দায়িত্ব কে নিবে
?????????????????????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।