শিক্ষা প্রতিষ্ঠানে হবার কথা ছিল শিক্ষিত মানুষের পদচারনা। কিন্তু বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিত মানুষ দেখা যায় না। যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেয়, হত্যাকারীকে বাসায় আশ্রয় নেয়, এ সকল শিক্ষককে আমরা শিক্ষক বলতে পারিনা। এরাই যুগে যুগে বাংলাদেশে সন্ত্রাস তৈরীর কারিগর হিসেবে কাজ করছে। ধিক্কার জানাই এসকল শিক্ষকদের।
আমি একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পূর্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমার কাছে স্বপ্ন ছিল। আর বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিতে ঘৃনা হয়। মাঝে মাঝে বোমা ফাটার শব্দে ঘুম ভেঙ্গে যায়,কখনো শুনি গুলির শব্দ,কখনো রডের ঝন ঝন শব্দ। এটা কি বিশ্ববিদ্যালয়ের হল, নাকি সস্ত্রাসদের প্রশক্ষিন কেন্দ্র।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।